Sunday, November 25, 2012

GRAPHOLOGY APPLIED COURSE (HANDWRITING ANALYSIS)

              GRAPHOLOGY APPLIED COURSE 
                       (HANDWRITING ANALYSIS)

         BASIC HANDWRITING ANALYSIS COURSE 


REGISTERED OFFICE: MANIHAR APARTMENT, FLAT A1. 8, ROY NAGAR PARK. KOLKATA 700070 .BESIDE MASTERDA SURYA SEN METRO STN. (TOLLYGUNGE)

BRANCH: 86/1 B.T.ROAD. KOLKATA 700002. BESIDE TALA POST OFFICE. (SHYAMBAZAR)

  
COURSE CONTENT: 
GRAPHOLOGY APPLIED COURSE (INTERNATIONAL STANDARD)

WEBSITE: http://www.mindzonekolkata.com
BLOG: http://www.mindzonekolkata.blogspot.in
PHONE NO: 9874860967


ALL STUDY MATERIALS AND STATIONARY ARE GIVEN BY THE INSTITUTE.

1. HISTORY AND USES OF GRAPHOLOGY.

2. MAINTAINING INTERNATIONAL STANDARD BOTH THE METHODOLOGY OF "GESTALT" AND "TRAIT" METHOD" IS TAUGHT
.
3. EXTENSIVE DETAIL STUDY OF VARIANTS OF EACH ALPHABETS AND ITS MEANING.

4. TO UNDERSTAND SELF AND OTHERS BY THE ART OF GRAPHOLOGY.

5. GRAPHOLOGY LINKED WITH "PSYCHOLOGY AND BODY LANGUAGE". (EXCLUSIVE).

6. "DOODLE" AND "METAPHOR" STUDY (EXCLUSIVE. WITHOUT THIS LEARNING GRAPHOLOGY IS PARTIAL).

7. EXTENSIVE SIGNATURE STUDY
.
8. MEDICAL GRAPHOLOGY (EXCLUSIVE WITH WIDE VARIATION STUDY)

9. COMPATIBILITY MATCHING.(EXCLUSIVE)

10. ANTI SOCIAL PERSONALITY DISORDERS (EXCLUSIVE)

11. SECONDARY TRAITS (EXCLUSIVE AND VERY IMPORTANT FOR PERFECT ANALYSIS)

12. RIGOROUS PRACTICAL WORK SHOPS.

13. TO UNDERSTAND DIFFERENT PSYCHOLOGICAL DISORDERS SUCH AS "OCD, BIPOLAR DISORDER, SUICIDAL TENDENCY, ANTI SOCIAL PERSONALITY DISORDERS" AND MANY MORE.
.

 FOR ENROLLMENT CONTACT : PRADEEP K BANERJEE 
                                                          9874860967

Thursday, November 8, 2012

হাতের লেখায় ফুটে ওঠে চরিত্রের স্পষ্ট ছবি

          হাতের লেখায় ফুটে ওঠে চরিত্রের 
              স্পষ্ট ছবি
হাতের লেখা বিশ্লেষন বা গ্রাফোলজি (graphology) এই বিশেষ বিজ্ঞানের সাহায্যে যে কোনো মানুষের চরিত্রের/ ব্যক্তিত্তের সুস্পষ্ট ছবি নিপুন ভাবে আঁকা সম্ভব। অন্য যে কোনো মাধ্যমের থেকে হাতের লেখা বিশ্লেষন করে চরিত্র নির্ধারন করার পদ্ধতি অনেক বেশী সঠিক এবং সহজ। হাতের লেখা বিশ্লেষনের মাধ্যমে ভবিষ্যত বা লিঙ্গ নির্ধারন সম্ভব নয়। এই অসামান্য বিজ্ঞানটির ওপর সর্বপ্রথম আলোকপাত করেন অ্যারিষ্টটেল (Aristotle) পরবর্তিকালে সিগমুন্ড ফ্রয়েড (Sigmund Freud) এবং কার্ল গুস্তাভ য়ুঙ (Carl Gustav Jung) এই বিজ্ঞানটীকে আরো প্রসারিত করেন প্রায়োগিক ক্ষেত্রে। ইউরোপ (Europe) ও আমেরিকার (America) বিভীন্ন দেশে এই পদ্ধতির সফল প্রয়োগ লক্ষ্যনীয়। বিগত এক দশক যাবৎ ভারতবর্ষে এই বিজ্ঞানটির জনপ্রিয়তা ক্রমবর্ধমান।
এক পাতা হাতের লেখা থেকে যানা যায় সেই মানুষটির বুদ্ধিমত্তার পরিচয়, আত্মবিশ্বাস, নেতৃত্ব গুনাবলী, কোনো বিশেষ ভয় বা আতঙ্ক, উচ্চাকাঙ্কা, মেজাজ মর্জির গতিপ্রকৃতি, চিন্তার স্বচ্ছতা, সততা, যৌনতা ঘটিত চারিত্রিক বৈচিত্র, বৃত্তি নির্ধারন এই ভাবে অবচেতন মনের প্রায় সমস্ত খবর প্রকাশিত হয়। গ্রাফোলজি কি ভাবে কাজ করে? হাতের লেখা আসলে কাগজের উপর লেখকের মনস্তত্বের ছবি (psychological imprint) যা কিনা সরাসরি মস্তিস্ক নির্গত। গ্রাফোলজির মাধ্যমে অবচেতন মনের অজানা খবরের সন্ধান করা হয়। এই বিজ্ঞানটির সাহায্যে শুধু মাত্র নিজেকে যানা নয় অন্যকেও শহজেই চেনা যায়। মেজাজ মর্জি অনুযায়ী লেখার ধারা কিছুটা বদলাতে পারে তথাপি মুল চরিত্রের চাবিকাঠি একই থেকে যায়। গ্রাফোলজি কি ভাবে একজনকে সাহায্য করতে পারে? হাতের লেখার ধরনের পরিবর্তন ঘটিয়ে মানসিক অবসস্থার পরিবর্তন করানো হয়ে থাকে এই পদ্ধতিকে বলা হয় গ্রাফোথেরাপি(graphotherapy) গ্রাফোথেরাপির মাধ্যমে ছাত্র ছাত্রীদের মনঃসংযোগ এবং একাগ্রতা বাড়ানো, যে কোনো মানুষের হতাশাগ্রস্থ অবস্থানের উন্নতি ঘটানো, দাম্পত্য জীবনের নানাবিধ সমস্যার সমাধান করা। এই বিজ্ঞানের সাহায্যে HRD ম্যানেজাররা সঠিক কর্মী নির্বাচনে সক্ষম হন। বৈবাহিক জীবনের জন্য সঠিক সঙ্গী কিংবা ব্যবসায়ে সঠিক অংশীদার নির্বাচনে যাবতীয় নির্ভূল তথ্য প্রদান করে। একজন মানুষ আত্মহত্যা প্রবন কিনা তাও সঠিক ভাবে জানা যায়। আমাদের অনেকেরই হয়তো জানা নেই শচীন তেন্দুলকার, অমিতাভ বচ্চন, সৌরভ গাঙ্গু্লি এবং আরো অনেক বিখ্যাত ব্যক্তিরা Graphologist এর নির্দেষ মতো হস্তাক্ষেরর (signature) ধরন বদলে সাফল্য লাভ করেছেন।
** বিশদ জানতে যোগাযোগ করুনঃ 

Registered Office: Manihar Apartment, Flat A1. 8, Roy Nagar Park, Kolkata 700070. Tollygunge (Beside Masterda Surya Sen Metro ZStation)

Branch: 86/1 B.T. Road, Kolkata 700002. Shyambazar (beside Tala Post Office)
 
Website: http://www.mindzonekolkata.com
Blog:  http://www.mindzonekolkata.blogspot.in
Phone: 9874860967
                                                                                 প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়
                                                                                     (গ্রাফোলজিস্ট)